ডোমেইন রিসেলার প্রাইস বৃদ্ধি প্রসঙ্গে
-
Saturday, 12th April, 2025
-
22:36pm
জনাব,
আস সালামু আলাইকুম।
আপনি নিশ্চয় অবগত আছেন যে, ডলার রেট প্রতি নিয়ত বৃদ্ধির কারণে আমাদের ডোমেইন রিসেলার প্যানেলের মূল্য প্রতি মাসে একবার বৃদ্ধি করার কথা। সে অনুযায়ী আগামী ১৫/০৪/২০২৫ইং তারিখ থেকে নিম্নে বর্ণিত প্রাইস অনুযায়ী ডোমেইন প্রাইস ও অন্যান্য কিছু সার্ভিসের প্রাইস বৃদ্ধি করা হবে।
ডোমেইন রিসেলার (PDR):
.কম ডোমেইন রেজিস্ট্রেশন, রিনিউ ও ট্রান্সফার প্রাইস- ১৪৬৫ টাকা।
ডোমেইন রিসেলার (BDWebs):
.কম ডোমেইন রেজিস্ট্রেশন $৭.৮৫ ডলার (৯৪২ টাকা), ট্রান্সফার ও রিনিউ $১১.২১ ডলার (১৩৪৫ টাকা)।
অতএব, যে কোন সার্ভিস নতুন ক্রয় ও নবায়ন করার আগে প্রাইস দেখার অনুরোঘ করা হল।
আমাদের সেবা গ্রহণ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
ধন্যবাদান্তে
সাইয়্যিদ মুহাম্মদ আখতারুজ্জামান
সিইও, বিডিওয়েবস.কম
হেল্পলাইন: 09644222333