ডোমেইন রিজিস্ট্রেশন প্রসঙ্গে

  • Sunday, 2nd February, 2025
  • 16:06pm

আমরা .কম ডোমেইন সাধারণত Cosmotown কোম্পানী থেকে রেজিস্ট্রেশন করে থাকি। আজ সকাল থেকে এই কোম্পানীতে ডোমেইন রেজিস্ট্রেশন হচ্ছে না। এমনকি ডোমেইন সার্চ করলেও তা দেখাচ্ছে না। এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত Cosmotown থেকে কোন ডোমেইন রেজিস্ট্রেশন করা সম্ভব না।

যদি কারো ডোমেইন রেজিস্ট্রেশন করা জরুরী হয়ে থাকে তাহলে সরাসরি আমাদের ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে বলা হল অতঃপর আমরা ভিন্ন রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশন করে দিব। সেখানে রেজিস্ট্রেশন চার্জ আসবে রিসেলারদের জন্য ৭.৮৫ ডলার যার বিডি টাকা প্রায় ৯৫৮ টাকা। আর কাস্টমারদের জন্য সাইটে যে প্রাইস দেয়া আসে সেটাই প্রযোজ্য।

এমন সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

« Back