.site, .store & .online domain $1.49!

  • Wednesday, 20th November, 2024
  • 00:00am

.site, .store ও .online ডোমেইন এখন মাত্র $1.49 ডলার যা সকল কাস্টমার ও রিসেলারদের জন্য প্রযোজ্য।

ডোমেইন রিসেলারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপরোক্ত TLD ডোমেইন রিসেলার থেকে আর কিনতে পারবেন না। তবে আমাদের সাইট থেকে সরাসরি কিনতে পারবেন। এক্ষেত্রে আপনাদের মেইন সাইট থেকে উপরোক্ত TLD তে রেজিস্টার সিলেক্ট না করে None দিতে বলা হল। তাহলে আপনার কাস্টমার ডোমেইন অর্ডার করলে অর্ডার পেন্ডিং থাকবে এবং পরবর্তীতে আপনি সরাসরি আমাদের ওয়েব সাইট থেকে ডোমেইনটি কিনে কাস্টমারের ডোমেইনটি মেনুয়ালী একটিভ করে দিতে পারবেন এবং কাস্টমার ডোমেইন যথারীতি ম্যানেজও করতে পারবে।

বুঝতে কোন সমস্যা হলে আমাদের হেল্প লাইনে যোগাযোগ করবেন।

রিসেলারদের এ সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বিডিওয়েবস.কম
হেল্পলাইনঃ 09644-222-333

« Back